ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঢাবি ভর্তি পরীক্ষা

শিক্ষায় ‘চমক’ সহায়ক নয়

সম্পাদকীয়
🕐 ৪:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। ‘ঘ’ ইউনিটে জিহাদ হাসান আকাশ নামে এক পরীক্ষার্থী রেকর্ড নম্বর নিয়ে প্রথম হয়েছেন; অথচ তিনি ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে পাসই করেননি। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ঘ’ ইউনিটের সমন্বয়কারী ড. সাদেকা হালিম বলেন, তাকে ভর্তি করাইনি, তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত শুক্রবার হওয়া ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। যে অভিযোগ গত মঙ্গলবার স্বীকারও করে কর্তৃপক্ষ। চমকের বিষয়, ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া জিহাদ ‘গ’ ইউনিটে পেয়েছেন ৩৪ দশমিক ৩২ এবং ‘ঘ’ ইউনিটে পেয়েছেন ১১৪ দশমিক ৩। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, কারও মেধা নিয়ে আমরা প্রশ্ন করতে পারি না। তবে ডিন আবার যাচাই-বাছাই করতে পারেন।

এদিকে, পরীক্ষার দিনই গণমাধ্যমে প্রশ্নের নমুনা চলে আসে। যা পরীক্ষা নেওয়া প্রশ্নের ৭০টির সঙ্গে মিলে যায়। পরে পরীক্ষা স্থগিত হয়। এর মাঝে একাধিকবার রাজু ভাস্কর্যে মানববন্ধন হয়েছে। ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়াসহ চার দফা দাবিতে আমরণ অনশন করছেন আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আখতার হোসেন। তার সঙ্গে সংহতি জানিয়েছেন কোটা সংস্কারের আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারাও। এমনকি পরীক্ষা বাতিল না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা। পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন বলেন, পরীক্ষা পুনরায় না নিলে তীব্র আন্দোলন করে দাবি আদায় করা হবে।

এর মাঝে অনশনকারী আখতার হোসেনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীও। তিনি আখতারের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তাকে সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন, ছাত্রলীগ সবসময় ন্যায়ের পাশে থাকবে। এমন সব নিয়ে বলা যায় শিক্ষায় চমক চলছে। আরও এগিয়ে বলা যায় দেশের সর্বোচ্চ এ বিদ্যাপীঠের কর্ণধাররা চমক দেখাচ্ছেন। ফলে ধুকে যাচ্ছে শিক্ষা। সবশেষে বলা যায় এমন চমক শিক্ষার অগ্রগতিতে সহায়ক হতে পারে না।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper