ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করুন

সম্পাদকীয়
🕐 ৭:২৬ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২০

দেশি-বিদেশি বিনিয়োগ নিশ্চিত করা গেলে বেকারত্ব দূরীকরণসহ নানাভাবেই লাভবান হয় দেশ। বর্তমানে করোনাভাইরাসের কারণে দেশ এমনিতেই স্থবির হয়ে রয়েছে। সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন বেশি বেশি বিনিয়োগ। গতকাল খোলা কাগজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, করোনা পরিস্থিতিতে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) পথ সহজ করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার।

এর মধ্যে ব্যাংকিং খাতে জটিলতা কমানোর পাশাপাশি বিদ্যমান আইন সহজ করার উদ্যোগ রয়েছে। এরই অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব মু. শুকুর আলী গত ২৩ জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ বিষয়ে চিঠি দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নানা নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বিদেশি অনেক বিনিয়োগকারী বিভিন্ন কারণে তাদের শিল্পপ্রতিষ্ঠান চীনসহ বিভিন্ন দেশ থেকে সরানোর চিন্তা করছেন। তারা যেন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হন, সেজন্য সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের মিশন থেকে যোগাযোগ শুরু হয়েছে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিশনগুলোকে অর্থনৈতিক কূটনৈতিক কৌশলের ওপর জোর দেওয়া হয়েছে। বাংলাদেশে বিনিয়োগে কী কী সুযোগ-সুবিধা সরকার দিচ্ছে, তাও তুলে ধরা হচ্ছে।

প্রয়োজনে তাদের বাংলাদেশে সফর করারও আহ্বান জানানো হচ্ছে। প্রধানমন্ত্রী এই বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলো অনুসরণ করে কাজ চলছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য এরই মধ্যে ১০০ অর্থনৈতিক জোন সৃষ্টি করা হয়েছে। এখানে বিনিয়োগ করার জন্য প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের উপদেষ্টা, বিডাসহ সরকারের অন্যান্য সংস্থা কাজ করছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দেওয়া ‘কোভিড-১৯ : পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টিকরণ’ শীর্ষক চিঠিতে বলা হয় বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের অর্থ-লভ্যাংশ নিজ-নিজ দেশে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা বিনিয়োগবান্ধব পরিবেশের অন্যতম শর্ত। তাই বিদেশি বিনিয়োগকারীরা যেন সহজে লভ্যাংশ নিজেদের ইচ্ছেমতো জায়গায় নিয়ে যেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থারই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে ব্যাংকিং কার্যক্রমে নিয়মনীতি সহজ করে তার বাস্তব প্রয়োগ দরকার। গত ৮ জুন অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে বিদেশি বিনিয়োগকারীরা যেন বিনিয়োগের অর্থ ও লভ্যাংশ নির্বিঘেœ নিজ দেশে নিয়ে যেতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে বিদ্যমান ‘ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট-১৯৪৭’ -কে বাংলায় রূপান্তর ও যুগোপযোগী করার জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে গঠিত কমিটির তত্ত্বাবধানে ইতোমধ্যে খসড়া প্রণয়ন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের অভিমত নেওয়া হবে। অভিমতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিদেশি বিনিয়োগ সহজ করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন করে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ বা প্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করতে হবে। বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের উদ্যোগ প্রশংসনীয়। পাশাপাশি বিনিয়োগের প্রতিবন্ধকতাগুলো কাটানোর দিকেও মনোযোগী হওয়া উচিত।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper