ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বনখেকোদের রুখে দিন

সম্পাদকীয়
🕐 ১০:৩৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

দেশের পরিবেশ প্রকৃতি তথা স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে পর্যাপ্ত বনভূমি থাকা জরুরি। অথচ বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে দিনদিনই কমে চলেছে বনের পরিমাণ। যেটুকু অবশিষ্ট আছে তাও দখলদারদের জিম্মায় চলে যাচ্ছে। এর আগেও দখল হয়ে গেছে অনেক জায়গায়। বনখেকোরা নিয়ত পাঁয়তারা চালিয়ে যাচ্ছে আরো এলাকা গ্রাস করতে। সাভারের বনভূমি দখল পাঁয়তারা নিয়ে গতকাল প্রতিবেদন প্রকাশিত হয়েছে খোলা কাগজে।

ঢাকা বন বিভাগের অধীন সাভারে ভূমি সংস্কার বোর্ডের লিজকাণ্ডে বিস্তীর্ণ বনভূমি দফায় দফায় দখলের চেষ্টা চলছে। বন দখল প্রতিরোধে উচ্ছেদ অভিযান চালিয়ে উল্টো বন দখলদারদের রোষানলে পড়তে হচ্ছে বন বিভাগকে। তবে ঢাকা জেলার শিল্প অধ্যুষিত সাভার উপজেলায় বনভূমি রক্ষার তাগিদ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

ঢাকা বন বিভাগ সূত্র জানায়, বিভাগটির অধীন গাজীপুর কালিয়াকৈর রেঞ্জের সাভারে ছোট কালিয়াকৈর মৌজায় বন বিভাগের গেজেটভুক্ত ১৮৯, ১৭৮, ১৬১, ১৭০, ১৯০ এবং ১৯১ সিএস দাগ। ভূমি সংস্কার বোর্ড থেকে গেজেটভুক্ত সিএস দাগে লিজ নিয়ে বনের বিভিন্ন স্থানে স্থাপনা নির্মাণ চেষ্টা চালাচ্ছেন লিজ গ্রহিতারা। তবে এসব সিএস দাগে ২০১৩-১৪ অর্থ বছরে ৫ হেক্টর, ২০১৪-১৫ অর্থবছরে ১০ হেক্টর, ২০১৫-১৬ অর্থ বছরে ৫ হেক্টর, ২০১৮-১৯ অর্থ বছরে ২০ হেক্টরসহ সর্বমোট ১০১.২৭ একর বনভূমিতে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করেছে ঢাকা বন বিভাগ। অথচ লিজ গ্রহিতারা বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে কোথাও আবার নির্বিচারে গাছ কেটে বন দখলের চেষ্টা চালাচ্ছে বলে বন বিভাগের অভিযোগ। 

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এ বিষয়ে বলেন, বনভূমি লিজ দেওয়ার সুযোগ নেই। সাভারে বনভূমি লিজ দেওয়ার ঘটনা অপ্রত্যাশিত। এ ব্যাপারে ইতোমধ্যে বন বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। গাজীপুর কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা এ. কে. এম আজহারুল ইসলাম জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে গেল ৪ জুন পর্যন্ত সাভারের ছোট কালিয়াকৈর মৌজায় সাত বার উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ।

সর্বশেষ গেল ৪ জুন উচ্ছেদ অভিযান চালিয়েছে। এসব অভিযানে বন দখল চেষ্টাকারীদের ধারালো অস্ত্রের হামলা থেকে প্রাণ বাঁচাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়তে হয়েছে বন বিভাগকে। গত ছয় মাসে ছোট কালিয়াকৈর মৌজার বনাঞ্চলে সংগঠিত বিভিন্ন বন অপরাধে ১১টি পিওআর মামলা দায়ের হয়েছে।

বিগত দিনে ১৮৯ নম্বর সিএস দাগে বন বিধ্বংসী বিভিন্ন অপকর্ম চালিয়েছে লিজ গ্রহিতারা। এতে বন বিভাগ বাধা দিলে লিজ গ্রহিতারা বন বিধ্বংসী অপকর্ম অব্যাহত রেখে পর্যায়ক্রমে গেজেটভুক্ত বনভূমি দখলের চেষ্টা চালায়। এতে হুমকির মুখে পড়ে ছোট কালিয়াকৈর মৌজার ৫২ একর বনভূমি। বিপন্ন হয়ে পড়ে বন্যপ্রাণীর আবাসস্থল। এসব সিএস দাগের বিভিন্ন স্থান থেকে দুষ্কৃতকারীরা উপড়ে ফেলে বন বিভাগ কর্তৃক রোপিত ৩০ হাজারের বেশি চারাগাছ। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে এসব বনখেকোকে সাজা দেওয়া সম্ভব হবে। তার আগ পর্যন্ত নানাভাবে চালিয়ে যেতে থাকবে অপকর্ম। বনখেকোদের অপতৎপরতা রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেই আমাদের প্রত্যাশা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper