ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শেয়ারবাজারে স্বচ্ছতা ফিরুক

সম্পাদকীয়
🕐 ৯:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০

শেয়ারবাজারকে ঘিরে বিভিন্ন সময়ে তুঘলকি কাণ্ড পরিচালিত হলেও বুধবার দেখা গেছে আশাজাগানিয়া পরিস্থিতি। বিভিন্ন সময়ে যেসব উল্টাপাল্টা চিত্র দেখা গেছে সেখান থেকে পরিত্রাণ জরুরি জাতীয় অর্থনীতির স্বার্থেই।

বৃহস্পতিবার খোলা কাগজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, টানা দুই দিন বড় দরপতনের পর বুধবার টেনে তোলা হলো শেয়ারবাজার। বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩১ পয়েন্ট, অবস্থান চার হাজার ৬৮ পয়েন্টে।

প্রতিবেদনে আরও জানানো হয়, লেনদেনের শুরুতে প্রথম আধা ঘণ্টায় সূচকটি ৮৩ পয়েন্ট পর্যন্ত বেড়েছিল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯৩ পয়েন্ট।

বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তারল্য সংকট নিরসনে ব্যাংকগুলোকে বিনিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে বাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে শেয়ার কিনতে বলা হয়েছে। সব মিলিয়ে অবশেষে গত বুধবার ঘুরে দাঁড়িয়েছে বাজার।

দুই কার্যদিবসে ডিএসইএক্স সূচকটি কমে ১৭৫ পয়েন্ট। গত মঙ্গলবার ডিএসইএক্স ৮৭ পয়েন্ট কমে ভিত্তি পয়েন্টের নিচে নেমে যায়। ২০১৩ সালের জানুয়ারি মাসে ডিএসইএক্স ও ডিএস৩০ সূচক চালু হয়। ওই সময় ডিএসইএক্স সূচকের ভিত্তি পয়েন্ট ছিল চার হাজার ৫৫ পয়েন্ট। ডিএসইতে মঙ্গলবারের তুলনায় গতকাল মোট লেনদেনের পরিমাণ কমেছে।

মঙ্গলবার মোট লেনদেনের পরিমাণ ছিল ২৬২ কোটি ৮১ লাখ টাকা। লেনদেন হয়েছে ২৪২ কোটি ৮২ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ২১০টির, কমেছে ৯৪টির এবং দর অপরিবর্তিত ৪৯টির।

ডিএসইতে বুধবার লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিকস, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, জেনেক্স ইনফয়েজ লিমিটেড ও এস এস স্টিল। শেয়ারবাজারের ঊর্ধ্বগতি এ সূচক বহাল থাকুক, স্বচ্ছতা ফেরাতে সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন বলেই আমাদের প্রত্যাশা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper