ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নির্বাচনী প্রচারণায় সহিংসতা

জাতি লাশের মিছিল দেখতে চায় না

সম্পাদকীয়
🕐 ৮:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮

প্রধান নির্বাচন কমিশনারের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনী উত্তাপ অসহনীয়ভাবে উত্তপ্ত হয়ে উঠছে। প্রচারণা শুরুর প্রথম দুদিনেই পড়ে গেছে তিনজনের লাশ। তৃতীয় দিনেও দেশের নানা জায়গায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মী-ক্যাডারদের মধ্যে সংঘাত-সংঘর্ষের ঘটনায় অনেকে আহত হয়েছে।

ভোটের দিন যত এগিয়ে আসছে পরিস্থিতি ততই আরও বেশি উত্তপ্ত হয়ে উঠছে। পরিস্থিতির ক্রমাবনতি দেখে ভোটার-জনসাধারণ সত্যিই শঙ্কিত। এবারের নির্বাচনে তারা তাদের ভোটাধিকার শেষ পর্যন্ত অবাধে প্রয়োগ করতে পারবেন কি না, উদ্ভূত পরিস্থিতি সে ব্যাপারে তাদের সন্দিহান করে তুলছে।

এদিকে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনাকে অগ্রাহ্য করেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি নেতাকর্মীদের ধর-পাকড় অব্যাহত রেখেছে। বেশিরভাগ ক্ষেত্রে পুরনো মামলাতেই গ্রেপ্তার করা হচ্ছে তাদের। নির্বাচনী তফসিল ঘোষণার পর কাউকে গ্রেপ্তার করতে হলে ইসির অনুমতি নিতে হবে বলা হলেও, পুলিশ কথাটাকে আদৌ কোনো গুরুত্ব দিচ্ছে বলে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে না।

নির্বাচনী প্রচারণার প্রথম দুদিনে যে তিনজন নিহত হয়েছেন, তারা সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা। যেসব আসনভুক্ত এলাকায় তারা নিহত হয়েছেন, সেখানে পাইকারি হারে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে এবং হচ্ছে।

যারা এখনো ধরা পড়েনি, তারা পালিয়ে গেছেন এলাকা ছেড়ে। ফলে, এসব আসনে আওয়ামী লীগ প্রার্থীদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের প্রচারণা কার্যত বন্ধ। এর ফলে একপেশে ভোটে সরকারি দলের প্রার্থীদের বিজয়ের পথই সুগম হয়ে গেছে বলা যায়।

সরকারি দল এসব হামলা, খুনোখুনির দায় পাইকারি হারে বিরোধী দলীয়দেরই ঘাড়ে চাপাচ্ছে। অন্যদিকে বিরোধী দলীয়রাও হুঙ্কার দিচ্ছে, নির্বাচনী প্রচারণায় বাধা এলে তারাও প্রতিরোধ করবেন। এভাবে রাজনীতি চিরাচরিত হালে ঘুরপাক খাচ্ছে সন্ত্রাস-সহিংসতা, প্রতিশোধ-প্রতিহিংসার সেই পুরনো বৃত্তেই।

অবস্থা দেখে মনে হচ্ছে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির প্রতিশ্রুতিটা কাজির কেতাবের গরু হয়েই থাকছে। ইসির নির্দেশনা মেনে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় সর্বোচ্চ সক্রিয়তা দেখাবেন, এটাই কাম্য।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper