ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অস্ত্র উদ্ধার অভিযান শুরু

কঠোর পদক্ষেপ নিন

সম্পাদকীয়-২
🕐 ৯:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ০৪, ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে এলে অবৈধ অস্ত্রের প্রসার ঘটে। এ সময়ে সরকারকে খুব কঠোর ভূমিকা গ্রহণ করতে হয়। নিয়মিত উদ্ধার অভিযান চালানোর মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের জোরালো ভূমিকাই সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করে।

খোলা কাগজে প্রকাশ, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে সক্রিয় হয়ে উঠছে পেশাদার সন্ত্রাসীরা। সেই সঙ্গে আনাগোনা বাড়ছে অস্ত্রধারী সন্ত্রাসীদের। এ কারণে অস্ত্র ব্যবসায়ী, কারিগর ও অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‌্যাব-পুলিশের একাধিক সূত্র জানায়, নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা ইতোমধ্যে হালনাগাদ করা হয়েছে। তালিকা অনুসারে অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। গত ১৪ অক্টোরর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার (সিটি এসবি) পক্ষ থেকে থানাগুলোতে অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসীদের তালিকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়। এ জন্য ১৯ অক্টোবর সময় বেঁধে দেওয়া হয়।

জানা গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই থানাগুলো তালিকা হালনাগাদ করে সিএমপি সদর দপ্তরে জমা দেয়। এদিকে পুলিশের পাশাপাশি র‌্যাবও অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে। অক্টোবর পর্যন্ত র‌্যাব ১৯৮টি অস্ত্র উদ্ধার করে। নগরীর ডবলমুরিং থানা সূত্রে জানা যায়, চলতি বছরের অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হয়েছে। তালিকায় ৩৪ জনের নাম রয়েছে যারা একাধিক অস্ত্র ও সন্ত্রাসী মামলার আসামি। হালিশহর থানা সূত্র জানায়, সিএমপি কমিশনারের নির্দেশে থানা-পুলিশ ১৬ শীর্ষ সন্ত্রাসীর তালিকা তৈরি করেছে। এ ছাড়া সম্প্রতি সন্দ্বীপের একটি অস্ত্র কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এদিকে শনিবার সন্ধ্যায় চন্দনপুরা এলাকাসংলগ্ন ‘আর ইসরা’ নামক একটি ভবনের আশপাশের এলাকায় পুলিশ ব্লক রেইড দেয়। এ সময়ে ওই এলাকায় শিবিরের মহানগর কার্যালয়ে চার-পাঁচটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। নির্বাচনের সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সম্ভাব্য সব রকমের হুমকি মোকাবেলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper