ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রিটার্ন বেড়েছে, ২৫ লাখ ছাড়াতে পারে করদাতা

অর্থনৈতিক প্রতিবেদক
🕐 ১১:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০২, ২০২১

রিটার্ন বেড়েছে, ২৫ লাখ ছাড়াতে পারে করদাতা

প্রতিবন্ধকতার পরও এবার বেশি আয়কর জমা পড়েছে। ৩০ নভেম্বর আয়কর জমা দেওয়ার শেষ দিন শেষে এ তথ্য জানিয়েছেন রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা।

 

এবার মেলার পরিবর্তে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সারা দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে মেলার মতো উৎসবমুখর পরিবেশে রিটার্ন জমা নেওয়া হয়। এসব সার্কেলে ৩০ নভেম্বর পর্যন্ত ১৪ লাখ ৪৯ হাজার ৫৩১ জন করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। সময় বৃদ্ধির আবেদন জমা পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৮৬টি। এসবের বিপরীতে আয়কর এসেছে ১ হাজার ২৫০ কোটি ২৬ লাখ টাকা। গত বছর একই সময়ের চেয়ে ৫০ হাজার বেশি আয়কর রিটার্ন জমা হয়েছে।

রাজস্ব বোর্ডের তথ্যানুযায়ী, দেশে টিআইএনধারীর সংখ্যা ৭০ লাখ। সে হিসাবে এখনো আয়কর রিটার্ন জমা দেয়নি প্রায় ৭৯ শতাংশ করদাতা। ২০২০-২১ করবর্ষে ডিসেম্বর পর্যন্ত প্রায় ২০ লাখ ৪২ হাজার করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছিলেন। তখন রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত সময় চেয়ে আবেদন জমা পড়ে ১ লাখ ৫০ হাজারটি। যদিও সব মিলিয়ে গত অর্থবছরে ২৪ লাখ করদাতার আয়কর রিটার্ন দাখিল করেছিলেন।

২০২০ সাল থেকে কোভিড-১৯ মহামারী আকার ধারণ করলে অর্থনীতিতে বিরুপ প্রভাব পড়ে। ধাক্কা লাগে মানুষের জীবন ও জীবিকায়।

প্রভাব পড়ে ২০২০-২১ অর্থবছরের আয়কর রিটার্ন জমাতে। গতবছর কোভিডের টিকা আবিষ্কার ও মানুষের শরীরে দেওয়া শুরু হলে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও আভ্যন্তরীণ অবস্থার উন্নতি হয়। বেড়ে যায় আমদানি, রপ্তানি ও ভোগ। এতে অর্থনীতিতে স্পন্দন বেড়ে যায়। এর প্রভাব পড়ে আয়কর রিটার্নেরও।

কিন্তু শেষপর্যন্ত নিরাপদ সড়কের আন্দোলন কিছুটা ছন্দ পতন ঘটায়। শংশ্লিষ্টরা বলছেন, নতুন করে সময় বৃদ্ধি ও জরিমানা দিয়ে রিটার্ন দাখিলের আবেদন বিবেচনা করলে জানুয়ারিতে গিয়ে রিটার্ন দাখিল ২৫ লাখ ছাড়িয়ে যেতে পারে, যা গত বছরের তুলনায় ১ লাখ বেশি।

এনবিআর থেকে জানানো হয়েছে, ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতেই আয়কর রিটার্ন দাখিলের শেষ দিনে জমা দেওয়ার সময় আরও এক মাস বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর পর্যন্ত করার ঘোষণা করা হয়েছে। ফলে নিরাপদ সড়ক আন্দোলন বা অন্য কারণে যারা আয়কর রিটার্ন জমা দিতে পারেননি তারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআরের দ্বিতীয় সচিব (জরিপ, কর ফাঁকি ও আইটিপি রেজি. কর-১৫) দীপক কুমার পাল জানান, চলতি বছর করদাতাদের জন্য অনলাইনে নতুন আয়কর রিটার্ন ফাইলিং সিস্টেম চালু করেছে এনবিআর। ফলে করদাতা সহজেই ঘরে বসে রিটার্ন দিতে পারছেন। জানা গেছে, গত অক্টোবরে পরীক্ষামূলক চালু হওয়া অনলাইন মাধ্যমে এখন পর্যন্ত ৫০ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছেন। নিবন্ধন নিয়েছেন ৯০ হাজার করদাতা।

 
Electronic Paper