ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লেনদেনে শীর্ষে খুলনা পাওয়ার

নিজস্ব প্রতিবেদক
🕐 ৫:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমানে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, খুলনা পাওয়ারের ২১০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা কোম্পানিটির ১ কোটি ৬০ লাখ ৬৮ হাজার ৩১৭টি শেয়ার এই টাকায় লেনদেন হয়েছে।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেনে টার্নওভারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সামিট পাওয়ারের ১৭৮ কোটি ৮৮ লাখ টাকার, ইউনাইটেড পাওয়ারের ১২৫ কোটি ৫৫ লাখ টাকার, ড্রাগন সোয়েটারের ৮৯ কোটি ৮৯ লাখ টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫৭ কোটি ৫৩ লাখ টাকার, শাশা ডেনিমসের ৫৬ কোটি ২২ লাখ টাকার, সিলভা ফার্মার ৫৪ কোটি ৬৬ লাখ টাকার, একটিভ ফাইনের ৫২ কোটি ২৩ লাখ টাকার, নূরানি ডাইংয়ের ৪৭ কোটি ৪৯ লাখ টাকার এবং বিবিএস ক্যাবলসের ৪৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 
Electronic Paper