ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অনলাইনে খাজনা আদায়ের আওতায় ৪৮২ ভূমি অফিস

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০

দেশের ৬১টি জেলার আরও ৪৮২টি পৌর/ইউনিয়ন ভূমি অফিসে খাজনা আদায়ের ব্যবস্থা সফটওয়্যারের আওতায় আনা হয়েছে। এ লক্ষ্যে অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং (দ্বিতীয় পর্যায়) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এখন থেকে আরও ৪৮২টি ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর দেওয়া যাবে অনলাইনে।

গতকাল সোমবার ‘হাতের মুঠোয় ভূমিসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

ভূমিমন্ত্রী বলেন, দ্বিতীয় পর্যায়ে পার্বত্য চট্টগ্রাম ব্যতীত দেশের ৬১টি জেলার ৪৮২টি উপজেলা/সার্কেল মেট্রো থানা ভূমি অফিস থেকে একটি করে মোট ৪৮২টি পৌর/ইউনিয়ন ভূমি অফিসের এক বা একাধিক মৌজা ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়ার পাইলটিং কার্যক্রমের আওতায় আনা হবে। ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি সংস্কার বোর্ড এ কার্যক্রম বাস্তবায়ন করছে। দ্বিতীয় পর্যায়ের কাজ ডিসেম্বরে শুরু করার কথা
অনলাইনে খাজনা আদায়ের

থাকলেও দক্ষতা বাড়ানোর ফলে এক মাস আগেই শুরু করা হয়েছে। একই সঙ্গে সরকারি জমি অবৈধ দখলকে দণ্ডনীয় ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে শিগগিরই আইন সংশোধন করে যুগোপযোগী করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী।

বক্তব্য রাখেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি, জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

 
Electronic Paper