ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পুঁজিবাজারে মিশ্র লেনদেন

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

সপ্তাহের প্রথম কর্মদিবস গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইতে ১৯৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭২৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৭ পয়েন্টে।

গতকাল ডিএসইতে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৩২ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 
Electronic Paper