ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তুলার আমদানিনির্ভরতা বাড়তে পারে চীনের

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

নভেল করোনা ভাইরাসের সংক্রমণে টালমাটাল পুরো চীন। প্রাণঘাতী এ ভাইরাসটির বিরুদ্ধে লড়ছে দেশটির স্বাস্থ্য বিভাগ। ভাইরাস সংক্রমণের কারণে দেশটিতে বাড়তি চিকিৎসা উপকরণের (মেডিকেল ইকুইপমেন্ট) চাহিদা তৈরি হয়েছে। বেড়েছে তুলার চাহিদাও। এ কারণে বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক দেশ চীনের পণ্যটির আমদানি নির্ভরতা আগের তুলনায় বেড়ে যেতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

 

তবে স্বল্পমেয়াদে চীনের তুলা আমদানি বাণিজ্য আগের তুলনায় শ্লথ হয়ে পড়েছে। এর পেছনেও ভূমিকা রাখছে নভেল করোনা ভাইরাস আতঙ্ক। খবর গ্লোবাল টাইমস ও বিজনেস রেকর্ডার।

তুলা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে পণ্যটির উৎপাদন সবচেয়ে বেশি হয় চীনে। তবে দেশটিতে তুলার চাহিদাও তুলনামূলক বেশি। এ কারণে দেশটি অভ্যন্তরীণ চাহিদার বেশির ভাগ আমদানি করা তুলা দিয়ে পূরণ করে। তুলা আমদানিকারকদের বৈশ্বিক তালিকায় চীন শীর্ষ অবস্থানে রয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে বেশির ভাগ সময়ই চীনের তুলা আমদানিতে মন্দা ভাব বজায় ছিল।

এ ধারাবাহিকতায় ২০১৮ সালে দেশটিতে সব মিলিয়ে ৯৬ লাখ ৪০ হাজার বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) তুলা আমদানি হয়েছিল। গত বছর দেশটিতে পণ্যটির আমদানি আগের বছরের তুলনায় ১ দশমিক ৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৫ লাখ বেলে। সেই হিসাবে এক বছরের ব্যবধানে চীনে তুলা আমদানি কমেছে ১ লাখ ৪০ হাজার বেল। বাড়তি চাহিদার জের ধরে চলতি বছর দেশটিতে তুলা আমদানির পরিমাণ ৯৬ লাখ বেল ছাড়িয়ে যেতে পারে।

চীন তুলা আমদানি বাড়ালে সবচেয়ে বেশি লাভবান হবেন ভারতীয় রপ্তানিকারকরা। কেননা যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধ চলছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকে চীনে তুলা আমদানিতে ব্যয় হবে তুলনামূলক বেশি। ফলে চীনা আমদানিকারকরা দেশটি থেকে তুলা আমদানি করতে চাইবেন না। বিপরীতে ভৌগোলিক নৈকট্যের জের ধরে ভারত থেকে তুলা আমদানি করা চীনা আমদানিকারকদের জন্য লাভজনক। ব্যয় তুলনামূলক কম লাগে। এ কারণে স্বাভাবিক সময়ে চীন ভারত থেকে সবচেয়ে বেশি তুলা আমদানি করে। চলমান বাণিজ্যযুদ্ধ কিংবা নভেল করোনা ভাইরাসের সংক্রমণ- এমন বিশেষ পরিস্থিতিতে চীন-ভারতের তুলা বাণিজ্য আরো জোরদার হবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

তবে নভেল করোনা ভাইরাসের কারণে আপাতত চীন অভিমুখে তুলার চালানগুলো সাময়িক স্থগিত করা হয়েছে। ভারতের অন্যতম শীর্ষ তুলা রপ্তানিকারক প্রতিষ্ঠান কোটাক কমোডিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড জানিয়েছে, নভেল করোনা ভাইরাস আতঙ্কে চীন অভিমুখে তুলা নিয়ে কোনো জাহাজ পাঠানো হচ্ছে না। পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক হয়ে এলে এবং সংক্রমণের ঝুঁকি কমিয়ে নতুন করে রপ্তানি চালান চীনে পাঠাবে প্রতিষ্ঠানটি।

 

 
Electronic Paper