ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাল থেকে বন্ধ সিটি ব্যাংকের লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক
🕐 ১১:৫১ পূর্বাহ্ণ, নভেম্বর ০৭, ২০১৯

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান দি সিটি ব্যাংকের কারিগরি উন্নয়নজনিত কারনে স্টক এক্সচেঞ্জে লেনদেন ৮ নভেম্বর থেকে বন্ধ থাকবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল বুধবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, সিটি ব্যাংকের কারিগরি উন্নয়নজনিত কারণে স্টক এক্সচেঞ্জে লেনদেন ১১ নভেম্বরসহ কয়েকদিন ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এ অবস্থায় ডিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত বিষয়ে কমিশন সম্মতি জ্ঞাপন করেছে।

ক. অন্য সিকিউরিটিজ আইন পরিপালন সাপেক্ষে আগামী ১১ নভেম্বর তারিখের সংশ্লিষ্ট ক্লিয়ারিং এবং সেটেলম্যান্ট কার্যক্রম পরবর্তী লেনদেন তারিখে সংগঠিত হবে।

খ. যেসব সিকিউরিটিজ বর্তমানে করপোরেট ঘোষণা কার্যকরের জন্য অথবা অন্য কোনো কারণে স্পট মার্কেটে লেনদেন করছে এবং আগামী ৭ নভেম্বর ও ১১ নভেম্বর লেনদেন করবে।

 
Electronic Paper