ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শাহজালাল ইসলামী ব্যাংক মূলধন বাড়াবে

অর্থনৈতিক প্রতিবেদক
🕐 ১২:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। গতকাল বুধবার অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

অনুমোদিত মূলধন বাড়ানোর ঘোষণা দেওয়ার পাশাপাশি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ব্যাংকটি। শাহজালাল ইসলামী ব্যাংকের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, কোম্পানিটি অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫০০ কোটি টাকা করবে। বাংলাদেশ ব্যাংক ও শেয়ারহোল্ডারদের অনুমোদন নিয়ে এ মূলধন বাড়ানো হবে।

এ সংক্রান্ত অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) পরে নোটিসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (২০১৯ সালের জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটি শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) করেছে ২৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৬ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে ৭ পয়সা। তবে নয় মাসের হিসাবে ব্যাংকটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে।

চলতি হিসাব বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ৪২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২০ পয়সা। অর্থাৎ নয় মাসের হিসাবে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ২২ পয়সা।

এদিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৩৪ পয়সা, যা ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর শেষে ছিল ১৫ টাকা ৭৮ পয়সা। প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে দাঁড়িয়েছে ১০ টাকা ১৯ পয়সা।

 
Electronic Paper