ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উচ্চ আদালতের নির্দেশে আইসিবির ব্যানার বাংলায়

জাফর আহমদ
🕐 ১০:৫১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৮

উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সব ব্যানার, সাইন বোর্ড ও গাড়ির নম্বর বাংলা ভাষায় রূপান্তর করেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। আইসিবি এ সম্পর্কিত একটি প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- প্রতিষ্ঠানের ৭০০টি নম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানের নম্বর মিশ্র ও বিদেশি ভাষা থেকে বাংলা ভাষাতে রূপান্তর করেছে। চলতি বছরের ১৮ জুন পর্যন্ত রূপান্তরের সব কাজ সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ৪৪৬টি সাইন বোর্ডের মধ্যে সব বাংলায় রূপান্তর করা হয়। ৬টি বিল বোর্ডের সব বাংলায় রূপান্তর করা হয়। অনুরূপ ২১টি ব্যানার, ৩০টি গাড়ির নম্বর, ১৯৪টি নামফলকও। মিশ্র ভাষা বর্জন করে বাংলা ভাষায় রূপান্তর সম্পর্কিত উচ্চ আদালতের এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয় প্রতিষ্ঠানটি।

 
Electronic Paper