ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্লক মার্কেটে ৭ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক
🕐 ১২:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ০৪, ২০১৯

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৪২ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক এশিয়া লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানির ১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। নাভানা সিএনজি ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- জেনেক্স ইনফোসিস, আইডিএলসি ফিন্যান্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, স্যালভো কেমিক্যাল ও এসএস স্টিল লিমিটেড।

 
Electronic Paper