ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্লক ১১ কোম্পানির ২ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক
🕐 ১২:২৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার ব্লক মার্কেটে ১১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ২৪ লাখ ৮১ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটির মোট ৬৯ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। 

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলকো ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির মোট ৩৪ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে।

কোম্পানির ২০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- আল-হাজ টেক্সটাইলস ৭ লাখ ৬৭ হাজার, ব্র্যাক ব্যাংক ১৭ লাখ ৭০ হাজার, গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেড ১৭ লাখ ৫০ হাজার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১২ লাখ ৩০ হাজার, রানার অটোমোবাইলস লিমিটেড ১০ লাখ ৪৩ হাজার, শাহজালাল ব্যাংক ৫ লাখ ৩৫ হাজার টাকা।

 
Electronic Paper