ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পুরনো আইপিও ৫৭১ কোটি টাকা উত্তোলন

অর্থনৈতিক প্রতিবেদক
🕐 ২:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

দেশের প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত অর্থবছরে (২০১৮-১৯) আইপিওর মাধ্যমে কোম্পানি ও ফান্ডগুলো ৫৭১ কোটি টাকা সংগ্রহ করেছে।
ডিএসইর বার্ষিক প্রতিবেদন পর্যলোচনা এ তথ্য পাওয়া যায়। তথ্যমতে, শিল্প উদ্যোক্তারা ২০১৮-১৯ অর্থবছরে বাজার থেকে ১টি মিউচুয়াল ফান্ডসহ মোট ১৪টি সিকিউরিটিজ প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ৫৭১ কোটি টাকা মূলধন সংগ্রহ করে? এর মধ্যে দুটি কোম্পানি প্রিমিয়াম বাবদ ২০১ কোটি ১৭ লাখ টাকা উওোলন করে।

২০১৭-১৮ অর্থবছরে ২টি মিউচুয়াল ফান্ডসহ মোট ১১টি সিকিউরিটিজ প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে মোট ৫৪১ কোটি ২৫ লাখ টাকা মূলধন সংগ্রহ করে? এর মধ্যে ২টি কোম্পানি প্রিমিয়াম বাবদ ২৭৪ কোটি ৩৩ লাখ টাকা উওোলন করে।

গত অর্থবছরে যেসব কোম্পানিগুলো বাজারে এসেছে সেগুলো হলো- কাট্টালি টেক্সটাইল, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, সিলভা ফার্মাসিউটিক্যালস, এমএল ডায়িং, ভিএফএস থ্রেড ডায়িং, আমান কটন।

 
Electronic Paper