ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ডিএসইতে লেনদেন বেড়েছে ১০.২০

অর্থনৈতিক প্রতিবেদক
🕐 ৩:১৫ অপরাহ্ণ, আগস্ট ০৪, ২০১৯

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ১০ দশমিক ২০ শতাংশ বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবসে লেনদেন হয়েছে ২ হাজার ২০২ কোটি ২৩ লাখ ৯ হাজার ৪৫৫ টাকা। আগের সপ্তাহে ৫ কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৯৯৮ কোটি ৪২ লাখ ২৪ হাজার ৫৩১ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২০৩ কোটি ৮০ লাখ ৮৪ হাজার ৯২৪ টাকা এবং গড়ে লেনদেন বেড়েছে ৪০ কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৯৮৫ টাকা।

গত সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৪৪ লাখ ৬১ হাজার ৮৯১ টাকা এবং তার আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার ৯০৬ টাকা। গত সপ্তাহে সব ক্যাটাগরির শেয়ারের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে।

 
Electronic Paper