ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দরপতনে মিউচুয়াল ফান্ডের দাপট

অর্থনৈতিক প্রতিবেদক
🕐 ৩:০৫ অপরাহ্ণ, আগস্ট ০৪, ২০১৯

কয়েক সপ্তাহ দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখানোর পর এবার দাম কমার ক্ষেত্রে দাপট দেখিয়েছে মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানগুলো। গত সপ্তাহে ডিএসই দাম কমার শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টিই মিউচুয়াল ফান্ডের।

গত সপ্তাহে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড। বিনিয়োগকারীরা ফান্ডটি কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এদিকে বিনিয়োগকারীরা ফান্ডটির ইউনিট কিনতে আগ্রহী না থাকায় সপ্তাহজুড়ে লেনদেন হযেছে ৪ কোটি ২১ লাখ ৫ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৮৪ লাখ ২১ হাজার টাকা। অপরদিকে ফান্ডের দাম কমেছে ৩৭ দশমিক ৩৮ শতাংশ। টাকার অংকে কমেছে ৪ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ফান্ডটির দাম দাঁড়িয়েছে ৬ টাকা ৭০ পয়সা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ১০ টাকা ৭০ পয়সা।

 
Electronic Paper