ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিনিয়োগকারী হওয়া সম্মানের

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুব

চট্রগ্রাম ব্যুরো
🕐 ১:৩১ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেছেন, আমাদের ছেলে মেয়েরা পড়া লেখা শেষ করে চাকুরির পেছনে ছুটে সময় নষ্ট করেন। অথচ চাকুরি মানে অপরের অধীন হয়ে কাজ করা। এতে সম্মানের কিছু নেই, বরং অসম্মানের। আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হওয়া সম্মানের। নিজের চেষ্টায় ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ করে উদ্যোক্তা হওয়া হচ্ছে গৌরবের। এভাবে একদিন বড় বিনিয়োগকারী হওয়া যায়। এতে নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি শিক্ষিত অনেক বেকারের কর্মক্ষেত্র সৃষ্টি হয়। ভুমিকা রাখা যায় দেশের অর্থনীতিতে।

শুক্রবার (১৯ জুলাই) হাটহাজারী নন্দীরহাট এলাকায় এশিয়ান এগ্রো’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অীতথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবুল আলম আরও বলেন, একটা সময় ছিল পাশের দেশ ভারত থেকে গরু এনে আমাদের দেশের মাংসের চাহিদা পুরণ করা হতো। এখন আর সেই দিন নেই। এদেশের এখন অনেক খামার গড়ে উঠেছে। তরুণ উদ্যোক্তারা এ খাতে বিনিয়োগ করছে। তাই এখন আর ভারতের গরু আমদানি করে চাহিদা মেটাতে হয় না। কোরবানীতে বাড়তি গরুর চাহিদাও দেশের গরু দিয়ে মেটানো যায়। শিক্ষিত বেকাররা উদ্যোক্তা হলে দেশের চাহিদা মিটেয়ে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। এশিয়ান এগ্রোর উদ্যোক্তা ও এশিয়া গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, আমি এ খাতে বিনিযোগ করেছি দাদার অনুপ্রেরণায়।

 
Electronic Paper