ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আইএসও সনদ পেল ১০ প্রতিষ্ঠান

অথনৈতিক প্রতিবেদক
🕐 ১:৫২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৯

আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে ১০টি প্রতিষ্ঠানকে আইএসও সনদ প্রদান করা হয়েছে। এর মধ্যে ৯০০১:২০১৫ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম) এর ওপর আটটি এবং আইএসও ২২০০০:২০০৫ (ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম) এর ওপর দুটি প্রতিষ্ঠানকে সনদ প্রদান করা হয়। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার তেজগাঁওস্থ বিএসটিআইর প্রধান কার্যালয়ে ১০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সনদ হস্তান্তর করেন বিএসটিআইর পরিচালক (পদার্থ) এবং ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশনের প্রধান প্রকৌশলী শামীম আরা বেগম।

আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইন্টিগ্রেটেড পাওয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ড্রিম মাশরুম সেন্টার, বিডি ফুডস লিমিটেড, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারার লিমিটেড, আলপাইন ফ্রেশ ওয়াটার সিস্টেম লিমিটেড, গার্ডিয়ান নেটওয়ার্ক, ঝলক হাইস্পিড ইন্ডাস্ট্রিজ।

 
Electronic Paper