ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আশুগঞ্জ পাওয়ারের বন্ড অনুমোদন

অর্থনৈতিক প্রতিবেদক
🕐 ১:২৯ অপরাহ্ণ, জুলাই ০৩, ২০১৯

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। গতকাল মঙ্গলবার বিএসইসির ৬৯২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র মতে, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড প্রতিটি ৫ হাজার টাকা ইস্যু মূল্যের ২ লাখ নন কনভার্টেবল, ফুল্লি রেডিমেবল, কুপন বেয়ারিং বন্ড প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে ইস্যু করার প্রস্তাবে কমিশন সভায় অনুমোদন প্রদান করেছে।

এ আইপিওর মাধ্যমে শতভাগ সরকারী মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানিটি ১০০ কোটি টাকা তহবিল সংগ্রহ করে ভূমি উন্নয়ন ও সিভিল ওয়ার্ক, প্রাথমিক জ্বালানি, যানবাহন ক্রয়, প্রকৌশলী ও পরামর্শক সেবা, চলতি মূলধন এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে এবং কোম্পানিটির ৩০ জুন ২০১৭ তারিখে সমাপ্ত বৎসরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী নিট সম্পদ মূল্য ২৬৫ টাকা ৯৬ পয়সা এবং বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় ১০ টাকা ৬৩ পয়সা।

 
Electronic Paper