ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লেনদেন বেড়েছে ৫.৪৭ শতাংশ

অর্থনৈতিক প্রতিবেদক
🕐 ৪:৩৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ৫ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবসে লেনদেন হয়েছে ২ হাজার ৫৯৮ কোটি ১৩ লাখ ২৩ হাজার ২৮৪ টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৪৬৩ কোটি ৩৯ লাখ ৬ হাজার ৪৪২ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৩৪ কোটি ৭৪ লাখ ১৬ হাজার ৮৪২ টাকা। গেল সপ্তাহে সব ক্যাটাগরির শেয়ারের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে বেড়েছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইর মোট লেনদেনে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের দখলে ছিল ৮৩ দশমিক ৬১ শতাংশ। ‘এ’ ক্যাটাগরিতে শেয়ারের লেনদেন হয়েছে ২ হাজার ১৭২ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ২৮৪ টাকার।

আগের সপ্তাহে লেনদেনের পরিমান ছিল ২ হাজার ৯৫ কোটি ৬৬ লাখ ৮৮ হাজার ৪৪২ টাকা। লেনদেনে গেলো সপ্তাহে ‘বি’ ক্যাটাগরির শেয়ারের অংশগ্রহণ ছিল ১০ দশমিক ০১ শতাংশ। এসব শেয়ার লেনদেন হয়েছে ২৬০ কোটি ৭ লাখ ৪০ হাজার, আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ২২৬ কোটি ৬ লাখ ১৭ হাজার টাকা।

 
Electronic Paper