ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাজেটে হতাশ বাংলালিংক

অর্থনৈতিক প্রতিবেদক
🕐 ২:৫১ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৯

প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন সিম/রিম কার্ডের মাধ্যমে প্রদানকৃত সেবার ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০ শতাংশ এবং সিমের ওপর কর ১০০ টাকা থেকে বৃদ্ধি করে ২০০ টাকা করায় প্রতিক্রিয়া জানিয়েছে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক।

বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলালিংক। বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, গ্রাহকদের স্বার্থ রক্ষার্থে টেলিকম খাতের যে বিষয়গুলো আমরা দীর্ঘসময় ধরে উত্থাপন করে আসছি সেগুলো এবারের প্রস্তাবিত জাতীয় বাজেটে প্রতিফলিত না হওয়ায় আমরা আশাহত। 

 
Electronic Paper