ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঈদে ইউএস বাংলার অতিরিক্ত ফ্লাইট

অর্থনৈতিক প্রতিবেদক
🕐 ৬:০৭ অপরাহ্ণ, মে ১৫, ২০১৯

ঈদুল ফিতর উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঘরমুখো যাত্রীদের ঈদ আনন্দকে পূর্ণতা দিতে অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে নির্দিষ্ট ফ্লাইট ছাড়াও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। কর্মব্যস্ত রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন গন্তব্যে আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনকে আরও বেশি প্রাণবন্ত করার জন্য ঢাকা থেকে যশোর, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম রুটে অধিকসংখ্যক অতিরিক্ত ফ্লাইট যুক্ত করেছে দেশের অন্যতম বেসরকারি এই বিমান সংস্থাটি।

ইউএস-বাংলার মুখপাত্র কামরুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষে ইউএস-বাংলা আগামী ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত যশোরে ২৯টি, সৈয়দপুরে ২১টি, রাজশাহীতে ৭টি, বরিশালে ৩টি এবং চট্টগ্রামে ৩টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়াও নির্ধারিত সূচি অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৪টি, যশোরে ২টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ২টি, সিলেটে ৩টি ও রাজশাহীতে ১টি এবং বরিশালে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।

 
Electronic Paper