ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কষ্টে একমাত্র আশ্রয় মা

ড. শিরীন শারমিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:০৮ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, একজন সুস্থ মা সুস্থ জাতি উপহার দিতে পারেন। মায়ের অনুপ্রেরণাই সন্তানের পথচলার শক্তি। সব কষ্ট, যন্ত্রণা ও বেদনা থেকে পরিত্রাণের একমাত্র আশ্রয়স্থল মা।

গতকাল রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে ‘গরবিনী মা’ বিশেষ সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্ব মা দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এ অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে ‘গরবিনী মা-২০১৯’ সম্মাননা পেয়েছেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের মা মনোয়ারা বেগম, সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের মা জাহেদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাবিতা রিজওয়ানা রহমানের মা আসিয়া রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের মা মোছা. আমেনা খাতুন, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহার মা আপেল রানী সাহা, চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম, অভিনয়শিল্পী আফরান নিশোর মা আঞ্জুমান আরা, দক্ষ পাইলট ক্যাপ্টেন জাকারিয়ার মা কাজী মাহফুজা বেগম এবং অদম্য মেধাবী হৃদয় সরকারের মা সীমা সরকার।

 
Electronic Paper