ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পুঁজিবাজারে সূচকের পতন

নিজস্ব প্রতিবেদক
🕐 ২:৫৭ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯

দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে উভয় পুঁজিবাজারের লেনদেন। অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর বাড়লেও সূচকের পতন ঘটেছে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার লেনদেনেরও পরিমাণ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪ শতাংশ বা ১৫৩টির, কমেছে ৪৩ শতাংশ বা ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ শতাংশ বা ৪৪টির।

এদিকে বেশির ভাগ শেয়ারদর বাড়লেও ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৭৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৬ পয়েন্টে।

অপরদিকে ডিএসইতে গতকাল কার্যদিবস থেকে ১৮ কোটি টাকা কমে লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ১৬ লাখ ২১ হাজার টাকার। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩৭৬ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৭৩ পয়েন্টে। এ সময় সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

ব্লক মার্কেটে ১৭ কোটি টাকা লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার ব্লক মার্কেটে ১১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৮ লাখ ৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। কোম্পানিটির মোট ৮ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক। কোম্পানির ৫ কোটি ১১ লাখ ১১ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

ব্যাংক এশিয়া লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- ইস্টার্ন ইন্স্যুরেন্স ১০ লাখ ৬৩ হাজার, জেনেক্স ইনফোসিস ২৭ লাখ ৭২ হাজার, আইডিএলসি ৬২ লাখ, এমএল ডায়িং ১ কোটি ১২ লাখ ৫০ হাজার, মুন্নু স্ট্যাফলার্স ৮ লাখ ৮৩ হাজার, প্রাইম ফিন্যান্স ১০ লাখ ৫৮ হাজার, রেকিট বেনকিজার ১৭ লাখ ২ হাজার এবং রূপালী ব্যাংক ৩১ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 
Electronic Paper