ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ কমেছে

ডেস্ক রিপোর্ট
🕐 ২:৪৪ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯

আন্তর্জাতিক বাজারে মালয়েশিয়ার পাম অয়েলের রফতানি বাড়তে শুরু করেছে। এর প্রভাব পড়েছে পণ্যটির মজুদে। চলতি বছরের এপ্রিল শেষে মালয়েশিয়ায় পাম অয়েলের সমাপনী মজুদ আগের মাসের তুলনায় সাড়ে ৬ শতাংশের বেশি কমে ২৭ লাখ টনের কাছাকাছি নেমে এসেছে। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর স্টার অনলাইন ও রয়টার্স।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদক মালয়েশিয়ার সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল শেষে মালয়েশিয়ায় পাম অয়েলের সমাপনী মজুদ দাঁড়িয়েছে ২৭ লাখ ৩০ হাজার টনে, যা আগের মাসের তুলনায় ৬ দশমিক ৬২ শতাংশ কম। গত মার্চ শেষে দেশটিতে সব মিলিয়ে ২৯ লাখ ২০ হাজার টন পাম অয়েল মজুদ ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল শেষে মালয়েশিয়ায় অপরিশোধিত পাম অয়েলের মজুদ দাঁড়িয়েছে ১৫ লাখ ৯০ হাজার টনে। গত মার্চ শেষে দেশটিতে ১৬ লাখ ৮০ হাজার টন অপরিশোধিত পাম অয়েল মজুদ ছিল।

 
Electronic Paper