ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এনসিসি ব্যাংকের আইটি সিকিউরিটি কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯

এনসিসি ব্যাংকের ‘আইটি সিকিউরিটি অ্যান্ড ল্যান ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির কর্মশালাটি উদ্বোধন করেন।

 

এ সময় ব্যাংকের আরেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, এসইভিপি ও হেড অব অপারেশন্স মুহাম্মদ এইচ কাফী এবং এসইভিপি ও আইটি হার্ডওয়ার ও ইনফ্রাস্ট্রাকচার বিভাগ প্রধান ইঞ্জিনিয়ার শামসুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জগদীশ চন্দ্র দেবনাথ প্রশিক্ষণ কর্মশালাটি সমন্বয় করেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির প্রধান অতিথির বক্তব্যে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শাখা পর্যায়ের ল্যান ম্যানেজারদের আইটি সিকিউরিটি এবং ল্যান ম্যানেজমেন্টের বিভিন্ন সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলেন এবং এ বিষয়ে সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। বিজ্ঞপ্তি

 
Electronic Paper