ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্লকে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:২৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৯

গত সপ্তাহের চার কার্যদিবসে ২৩টি প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয়।

প্রতিষ্ঠানগুলোর ৫৩ কোটি ৪১ লাখ চার হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১১ কোটি তিন লাখ ৮২ টাকা বা ১৭ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৪ কোটি ৪৩ লাখ ৮৬ হাজার টাকা। ব্লকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাহজালাল ইসলামী ব্যাংক, সামিট পাওয়ার, গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, মুন্নু জুট স্টাফলার্স, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বিডি, বেক্সিমকো ফার্মা, অলিম্পিক, ডেল্টা ব্রাক হাউজিং, রেনউইক যজ্ঞেশ্বর, ফরচুন সুজ, ডেসকো, প্যারামাউন্ট টেক্সটাইল, এসকে ট্রিমস, বাংলাদেশ সাবমেরিন কেবল, ভিএফএস থ্রেড ডাইং, মার্কেন্টাইল ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সৃহৃদ ও ইউনিয়ন ক্যাপিটাল।

 
Electronic Paper