ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পুঁজিবাজারে দরপতন

নিজস্ব প্রতিবেদক
🕐 ৭:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯

অব্যাহত দর পতনে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে পুঁজিবাজারের ৭০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ৫১.৩০ পয়েন্ট। দিনশেষে ডিএসইতে ৮৯১ কোটি ৬৭ লাখ টাকা লেনদেন হয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক কমেছে ৭০.২৮ পয়েন্ট। এসময় সিএসইতে ৩৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২৪২টির ও অপরিবর্তিত ছিল ৩৭টি প্রতিষ্ঠানের। দিনশেষে ডিএসইতে ২০ কোটি ৮১ লাখ ৩৭ হাজার ২৩টি শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৮৯১ কোটি ৬৭ লাখ টাকা। এর আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭২৫ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ সোমবার দিনশেষে ডিএসই’র লেনদেন বেড়েছে ১৬৬ কোটি টাকা।

লেনদেন শেষে ডিএসই’র সার্বিক মূল্য সূচক কমেছে ৫১.৩০ পয়েন্ট। এসময় ডিএসই এক্স সূচক ৫৭২৪ পয়েন্টে স্থিতি পেয়েছে। অপরদিকে, ডিএসইএস সূচক আগের কার্যদিবসের তুলনায় ১০.০৬ পয়েন্ট কমেছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। কোম্পানিটির ৫৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের ৪৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস।

 

 
Electronic Paper