ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সক্ষমতা না থাকলে আইপিও অনুমোদন নয়

নিজস্ব প্রতিবেদক
🕐 ১২:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেছেন, বাজারের চাহিদার তুলনায় জোগান বেশি হলে পুঁজিবাজারের ভারসাম্য নষ্ট হয়। তাই সেকেন্ডারি মার্কেটের সক্ষমতা না থাকলে আইপিও অনুমোদন দেওয়া হবে না। গতকাল মঙ্গলবার রাজধানীতে ‘দীর্ঘমেয়াদি অর্থায়নে শেয়ারবাজারের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে অর্থ উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলো সেকেন্ডারি মার্কেটে লেনদেন শুরুর মাধ্যমে পুঁজিবাজারে যুক্ত হয়। কিন্তু বাজারে নতুন নতুন কোম্পানি আসলে ৮০-৯০ গুণ আবেদনও পড়ে। কিন্তু সেকেন্ডারি মার্কেটে গেলে পুঁজিবাজারের ভারসাম্য নষ্ট হয়। তাই ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে নতুন কোম্পানি কম বাজারে আনা হয়েছে।

চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা কাজ করে। বিনিয়োগকারীদের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হবে না।

 
Electronic Paper