ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শেয়ারবাজারে টানা ১৩ কার্যদিবস দরপতন

নিজস্ব প্রতিবেদক
🕐 ৭:৩৯ অপরাহ্ণ, মে ২০, ২০১৮

টানা দরপতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএস্ই) সবকটি মূল্যসূচকের পতন হয়েছে। এর মাধ্যমে টানা ১৩ কার্যদিবস পতনের মধ্যে থাকলো দেশের শেয়ারবাজার।

এবার রোজা শুরু হওয়ার পর রোববারই ছিল প্রথম কর্যদিবস। রোজার কারণে এদিন শেয়ারবাজারের লেনদেন আধা ঘণ্টা আগে অর্থাৎ সকাল ১০টায় শুরু হয়। যা বিরতিহীনভাবে চলে দুপুর ২টা পর্যন্ত।
রোজার প্রথম কার্যদিবসের শুরু থেকেই নিম্নমুখী ছিল ডিএসইর প্রধান মূল্যসূচক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পতনের প্রবণতা বাড়তে থাকে। ফলে লেনদেন শেষে বাজারটিতে ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় কমে যায়। বিপরীতে দাম বেড়েছে মাত্র ৫০টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ২৩টির।
মূল্যসূচক ও অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতনের পাশাপাশি বাজারটিতে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে আজ মোট ৩৯৫ কোটি ৬৬ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৪৯২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। সে হিসাবে আজ আগের দিনের তুলনায় ৯৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার কম লেনদেন হয়েছে ।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫২ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট কমে ২ হাজার ৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৫ পয়েন্টে।
টাকার অংকে রোববার ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার। কোম্পানিটির মোট ১৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিএসআরএমের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ২৩ লাখ টাকার। আর ১১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল।
লেনদেনে এরপর রয়েছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, লিগাসি ফুটওয়্যার, অ্যাডভেন্ট ফার্মা, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো, মুন্নু সিরামিক এবং ব্র্যাক ব্যাংক।
এদিকে আজ দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৯৯ পয়েন্ট কমে ১০ হাজার ৫৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন বাজারটিতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৪ লাখ টাকা। লেনদেন হওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৫টির। আর অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।

 
Electronic Paper