ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিক্রয় চাপে সূচক ও লেনদেনে মন্দা

অর্থনৈতিক প্রতিবেদক
🕐 ১০:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৮

সপ্তাহের প্রথম কার্যদিবসে তালিকাভুক্ত কোম্পানি ও ফান্ডের অব্যাহত বিক্রয় চাপে উভয় স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ও লেনদেন কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে ২৯.৭০ পয়েন্ট। দিনশেষে ডিএসই’র সার্বিক লেনদেন ৫৬৯ কোটি ৪৫ লাখ টাকায় নেমে এসেছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসময় সিএসই’র সাধারণ মূল্যসূচক ৬২.৮৭ পয়েন্ট কমেছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৮৪টির ও অপরিবর্তিত ছিল ৩১টি প্রতিষ্ঠানের। দিন শেষে ডিএসইতে ১২ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার ৬২৯টি শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৫৬৯ কোটি ৪৫ লাখ টাকা। এর আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ৬৪ লাখ টাকা।

 
Electronic Paper