স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের তৃতীয় দ্বি-বার্ষিক সম্মেলন ১ সেপ্টেম্বর
ডেস্ক রিপোর্ট
🕐 ৩:৩০ অপরাহ্ণ, আগস্ট ০২, ২০২৩
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় নির্বাহী সংসদের গঠনতান্ত্রিক ধারাবাহিকতার অংশ হিসেবে তৃতীয় দ্বি -বার্ষিক সম্মেলন আগামী ১ সেপ্টেম্বর (শুক্রবার) আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সজল ও সাধারণ সম্পাদকের শাব্বির আহমেদ শিমুলের নির্দেশক্রমে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনের দপ্তর সম্পাদক আনিসুর রহমান।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে পরিচালিত স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ব্যাংকিং সেক্টরে একটি সুপ্রতিষ্ঠিত সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সাধারণ ব্যাংকারদের যেকোন যৌক্তিক বিষয়ে অধিকার বাস্তবায়নে সংগঠনটি সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। সারা দেশে সংগঠনের সুশৃঙ্খল একটি নেতৃত্ব বিদ্যমান রয়েছে। ইতোপূর্বে সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী সংসদের মাধ্যমে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে।