ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঈদে নতুন নোট বি‌নিময় শুরু ৯ এপ্রিল

অনলাইন ডেস্ক
🕐 ৪:৩৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৩

ঈদে নতুন নোট বি‌নিময় শুরু ৯ এপ্রিল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে জনসাধারণ ও গ্রাহকদের মাঝে নতুন টাকার নোট বিনিময় শুরু হবে ৯ এপ্রিল, যা চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন বিতরণ বন্ধ থাকবে।

 

বুধবার (২৯ মার্চ) এতথ্য জানান বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) সাঈদা খানম এ তথ্য জানান।

তিনি জানান, প্রতিবছর ঈদের আগে গ্রাহকদের মাঝে নতুন নোট বিতরণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে এই নতুন নোট বিনিময় করা হবে।

সাঈদা খানম জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নিম্নবর্ণিত শাখাগুলো থেকেও ওই সময়ে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

 

 
Electronic Paper