ঢাকা, বুধবার, ২৯ মার্চ ২০২৩ | ১৫ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জানুয়ারিতে প্রবাসী আয় ১৯৫ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট
🕐 ৬:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০১, ২০২৩

জানুয়ারিতে প্রবাসী আয় ১৯৫ কোটি ডলার

চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা ১৯৫ কো‌টি ৮৮ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৭ টাকা ধরে যার পরিমাণ ২০ হাজার ৯৫৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

১৯৫ কো‌টি ৮৮ লাখ মার্কিন ডলারের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬৫ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

প্রবাসীর পাঠানো রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি ৩৫ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ছাড়া মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে এসেছে ১২ কোটি ১০ লাখ ডলার। আল আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৭১ লাখ ডলার। অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ৪২ লাখ ডলার। পূবালী ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৮৯ লাখ ডলার।

এর আগে, ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার। যা গত মাসের চেয়ে জানুয়ারিতে ২৫ কোটি ৯১ লাখ ডলার বেশি।

উল্লেখ্য, গত বছরে প্রবাসীরা দুই হাজার ১২৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি ২০৯ দশমিক ৬৩ বিলিয়ন ডলার এসেছে জুলাই মাসে।

 
Electronic Paper