ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আমদানি চাপে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি

নিজস্ব প্রতিবেদক
🕐 ১০:৪৭ অপরাহ্ণ, মে ১৬, ২০১৮

রেকর্ড ছুঁয়েছে বাণিজ্য ঘাটতি। ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৯ মাসে এ অঙ্ক দাঁড়িয়েছে ১৩ বিলিয়ন ডলার। বিপুল পরিমাণ পণ্য আমদানি, সেবা বাণিজ্যে যেমন বীমা ও ভ্রমণ বাড়ায় ঘাটতির পরিমাণ অতীতের যে  কোনো সময়ের চেয়ে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংক গত মঙ্গলবার ব্যালেন্স অব পেমেন্টের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, চলতি  অর্থবছরের ৯ মাসেই (জুলাই-মার্চ) পণ্য বাণিজ্যে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৩২০ কোটি ২০ লাখ ডলার। গত ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ের তুলনায় এটা প্রায় দ্বিগুণ। আর পুরো অর্থবছরের (জুলাই-জুন) ঘাটতির চেয়ে সাড়ে ১২ শতাংশ বেশি।
গত অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৭০৩ কোটি ৯০ লাখ ডলার। আর অর্থবছর শেষে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছিল এক হাজার ১৭৩ কোটি ২০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ৪ হাজার ৩০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। একই সময়ে রপ্তানি থেকে আয় হয়েছে ২ হাজার ৭০৯ কোটি  ৮০ লাখ ডলার। এ হিসাবে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৩২০ কোটি ২০ লাখ ডলার।
সেবা বাণিজ্যেও বেড়েছে। জুলাই-মার্চ সময়ে সেবা বাণিজ্যে মোট ঘাটতি দাঁড়িয়েছে ৩৩৩ কোটি ৬০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ২৪৬ কোটি ৮০ লাখ ডলার ছিল। চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে সামগ্রিক লেনদেনে ঘাটতি দাঁড়িয়েছে ১৪০ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ হিসাবে ২৫৯ কোটি ৮০ লাখ ডলার উদ্বৃত্ত ছিল।
বিদেশি বিনিয়োগ ও বিদেশি সহায়তা ছাড়ের পরিমাণ বাড়ায় অর্থবছরের প্রথম ৯ মাসে সরকারের আর্থিক হিসাবে ভালো উদ্বৃত্ত তৈরি হয়েছে। গত অর্থবছরের জুলাই-মার্চ সময়ে যেখানে ৩১৩ কোটি ৯০ লাখ ডলার উদ্বৃত্ত ছিল, এবার তা ৬০৫ কোটি ৫০ লাখ ডলারে দাঁড়িয়েছে।
২০১৭-১৮ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ২২৫ কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) দেশে এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ২৩৯ কোটি ৪০ লাখ ডলার। এ সময়ের মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ বাবদ দেশে এসেছে ৩৭২ কোটি ৬০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় সাড়ে ৮৪ দশমিক ৫৫ শতাংশ বেশি।

 
Electronic Paper