ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

লভ্যাংশ হিসেবে শেয়ার দেবে অ্যাটলাস বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:০০ অপরাহ্ণ, নভেম্বর ০৬, ২০১৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাটলাস বাংলাদেশের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার হোল্ডাররা ১০০টি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে ১০টি সাধারণ শেয়ার পাবেন।

কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১ টাকা ২৩ পয়সা। আর চলতি বছরের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪৮ টাকা।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ (মঙ্গলবার) কোম্পানিটির শেয়ার দামের কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যতখুশি বাড়তে অথবা কমতে পারবে।

 
Electronic Paper