ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আরেক দফা বেড়েছে দিমের দাম

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:৩৬ অপরাহ্ণ, মে ২৬, ২০২২

আরেক দফা বেড়েছে দিমের দাম

আরেক দফা বেড়েছে দিমের দাম। তিন-চার দিনের ব্যবধানে ডজনে বেড়েছে আরও পাঁচ টাকা। ব্যবসায়ীরা বলছেন, মুরগির খাবারের দাম বেড়ে যাওয়া এবং চাহিদার তুলনায় জোগান কম থাকায় ডিমের দাম নামছে না, উল্টো বাড়ছে।

রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায়, খুচরা পর্যায়ে ফার্মের মুরগির ডিমের ডজন ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাড়া-মহল্লায় তা ১২৫ থেকে ১৩০ টাকায় গিয়ে ঠেকেছে। সপ্তাহখানেক আগেও মহল্লায় ১২০ টাকায় পাওয়া যেত এক ডজন ডিম। তবে সাদা রঙের ডিমের দাম কিছুটা কম। এই ডিম কেনা যাচ্ছে ১১০ টাকা থেকে ১১৫ টাকায়। এছাড়া হাঁসের ডিম বিক্রি হচ্ছে ডজন ১৫০ থেকে ১৬০ টাকায়।

কারওয়ান বাজারের ডিম বিক্রেতারা জানান, ডিমের চাহিদা বাড়লে পাইকাররা দাম বাড়িয়ে দেন। তখন খুচরা বিক্রেতাদেরও বাড়তি দরে বিক্রি না করে উপায় থাকে না।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, এক মাসের ব্যবধানে ডিমের (লাল) হালিতে দাম বেড়েছে প্রায় ২১ শতাংশ। বর্তমানে সর্বনিম্ন ১১৪ থেকে ১২৯ টাকায় বিক্রি হচ্ছে ডিমের ডজন।

 
Electronic Paper