ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গোয়ালন্দে ইটভাটা ধ্বংস, ১৫ লক্ষ টাকা জরিমানা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
🕐 ৭:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২

গোয়ালন্দে ইটভাটা ধ্বংস, ১৫ লক্ষ টাকা জরিমানা

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ১৫ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় অবৈধ ইটভাটা ধ্বংসও করে দেয় তারা।

মঙ্গলবার (২৫ জানুয়ারী) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে অংশ গ্রহন করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা অফিসের নির্বাহী ম্যাজিস্টেট কাজী তামজিদ আহম্মেদ ও ফরিদপুর জেলার উপ-পরিচালক এ.এইচ.এম রাশেদসস আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

এসময় অভিযানে গোয়ালন্দ উপজেলার এ এন এ ইটভাটাকে ৩ লক্ষ টাকা, এ কে এফ ইটভাটাকে ৩ লক্ষ টাকা, ডি এস পি ইটভাটাকে ৫ লক্ষ টাকা, সাজি ব্রীকসকে ৩ লক্ষ টাকা ও এম বি ব্রীকসকে ১ লক্ষ টাকা জরিমানা করাসহ বেকু (মাটি কাটার যন্ত্র) দ্বারা ধ্বংস করার পাশাপাশি পানি দিয়ে ভাটা ভেজানো হয়।

পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলার উপ-পরিচালক এ এইচ এম রাশেদ বলেন, যাদের ইটভাটার কাগজপত্র ঠিক নেই, নিয়মের বাহিরে যারা ইটভাটার কার্যক্রম চালাচ্ছে তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

 
Electronic Paper