ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কলেজছাত্র হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

মানিকগঞ্জ প্রতিনিধি
🕐 ২:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮

মানিকগঞ্জের শিবালয়ে কলেজছাত্র মনির হোসেন হত্যা মামলায় ৪ জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ শহিদুল আলম ঝিনুক এ দণ্ডাদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- বাদশা, লাল মিয়া, আনোয়ার ও আজগর। আজাহার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এদের মধ্যে আনোয়ার, আজগর ও আজাহার হোসেন পলাতক রয়েছেন। এ মামলার আসামি অপর তিনজনকে খালাস দেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, মনির হোসেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের পরোশ আলীর ছেলে এবং মানিকগঞ্জ আওলাদ হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

মনিরকে চাকরি দেয়ার কথা বলে ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর গ্রামের পরিচিত বাদশা মিয়া সাভারে ডেকে নেয়। সেখানে আরও কয়েকজনের সহযোগিতায় নৌকায় তুলে মনিরের হাত-পা বেঁধে জীবন্ত অবস্থায় নদীতে ফেলে দেওয়া হয়।

পরের দিন মোবাইলে মনিরের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় মনিরের মা মালেকা বেগম ছয়জনকে আসামি করে ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর মানিকগঞ্জ থানায় মামলা করেন। পরে মোবাইল নম্বর ট্র্যাকিং করে আটজকে গ্রেফতার করে পুলিশ।

 
Electronic Paper