ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মনোহরদীতে হাফ পাশের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নরসিংদী প্রতিনিধি
🕐 ১:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২১

মনোহরদীতে হাফ পাশের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাসস্ট্যান্ডে হাফ পাশের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন কলেজের সাধারন শিক্ষার্থীরা।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এসময় পাঁচটি দাবি উত্থাপন করেন সাধারন শিক্ষার্থীরা। তাদের দাবী গুলো হলো -

* শিক্ষার্থীদের জন্য হাফ পাশ নিশ্চিতকরণ।
* সরকার প্রদত্ত ভাড়া আদায়। অর্থাৎ প্রদত্ত চার্ট এ যেই ভাড়া আছে, সেই ভাড়া অনুযায়ী হাফ পাস নির্ধারণ।
* অযথা শিক্ষার্থীদের হয়রানি না করা, তাদের যথাযথ সম্মান দেওয়া।
* প্রত্যেকটি বাসে "শিক্ষার্থীদের জন্য হাফ পাস প্রযোজ্য" লিখা থাকতে হবে। এবং বাসের মধ্যে সরকার প্রদত্ত চার্টের কপি টানায়ে রাখতে       হবে।
* অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।

এতে সাধারণ শিক্ষার্থী দের সাথে আন্দোলনে অংশ নিয়ে সহমত পোষণ করেন একদুয়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যন আনিসুজ্জামান সরকার মিটুল। রয়েলের পরিবহন মালিক ও মনোহরদী পরিবহনের মালিকদের ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্য দাবি আদায় না হলে আন্দোলন আরো তীব্র হবে জানিয়েছেন সাধারন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একটায় লক্ষ্য হাফ পাশ দিতে হবে, হাফ পাশ আমাদের অধিকার।

শিক্ষার্থীরা একজটোট হয়ে বলেন- আমরা চাই আমাদের অধিকারের চূড়ান্ত বাস্তবায়ন। আশাকরি আমাদের এ আন্দোলনকে প্রশাসন এগিয়ে এসে আমাদের দাবিগুলো মেনে নিয়ে, আমাদের অধিকারের পথকে সুগম করবেন। এ বিষয়ে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

 
Electronic Paper