ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি
🕐 ৬:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮

গোপালগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটারসাইকেল ও ভ্যানকে ধাক্কা দিলে দু'জন নিহত হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল পশ্চিমপাড়া ধূসর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির ৫ যাত্রী আহত হয়েছে।

নিহতরা হলেন- জাগরণী চক্র ফাউন্ডেশনের গোপালগঞ্জ সদর উপজেলার কাঠিবাজার শাখা ব্যবস্থাপক নুরুল ইসলাম (৪০) এবং কাশিয়ানী উপজেলার ধানকোড়া গ্রামের ভ্যানচালক রাকিব শেখ (৪৫)। নুরুল ইসলাম যশোর সদরের রূপদিয়া এলাকার মো. আব্দুল মোড়লের ছেলে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, রাজবাড়ীর আইনজীবী মোস্তফা কবির পরিবারের সদস্যদের নিয়ে শুক্রবার সকালে মাইক্রোবাসে করে টুঙ্গিপাড়া আসেন। দুপুরে টুঙ্গিপাড়া থেকে ওই মাইক্রোবাসে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। পথে ধূসর ব্রিজের কাছে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ে চালক রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মাইক্রোবাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। ভ্যান চালককে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এই ঘটনায় মোস্তফা কবিরসহ তার পরিবারের ৫ সদস্য আহত হয়। তাদের প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 
Electronic Paper