ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর আজমিরীগঞ্জ

এনামুল হক মিলাদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
🕐 ৭:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর আজমিরীগঞ্জ

আগামী ১১ নভেম্বর সারাদেশে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে হবিগঞ্জের আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (১৭ অক্টোবর) সকাল নয়টা থেকেই বিভিন্ন প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসের সামনে মনোনয়নপত্র জমা দিতে ভীড় শুরু করেন। শেষ সময় পর্যন্ত এমন উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৮ জন। যার মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৩ জন।

সংরক্ষিত মহিলা আসনে ইউনিয়ন পরিষদ সদস্য হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৬১ জন এবং পুরুষ ইউনিয়ন পরিষদ সদস্য হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৭৯ জন। ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমাদেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল মোবারুল, স্বতন্ত্র প্রার্থী মো. স্বাধীন মিয়া, ইসমাঈল হোসেন সরশ, মো. সেলিম মিয়া। ২নং বদলপুর ইউনিয়নে ৩ জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী, বিদ্রোহী প্রার্থী অসিম কুমার চৌধুরী, নীল কমল চৌধুরী। ৩নং জলসুখা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রোকসানা আক্তার শিখা, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু ও স্বতন্ত্র প্রার্থী এইচ এম জামির। ৪নং কাকাইলছেও ইউনিয়নে ৩ জন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মিজবাহ উদ্দিন ভূইয়া, স্বতন্ত্র প্রার্থী খালেদুজামান মিয়া, আশরাফ উদ্দিন। ৫নং শিবপাশা ইউনিয়নে ৫ জনের মধ্যে আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান মো. তফছির মিয়া, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, নলিউর রহমান তালুকদার, মাহবুব আলম ও জাহাঙ্গীর আলম তালুকদার।

এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সাইফুল আলম জানান-উপজেলার ৫ টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ১৮ জন, পুরুষ সদস্য পদে ১৭৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহার শেষ তারিখ ২৬ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর।

 
Electronic Paper