ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফরিদপুরে শুরু ট্রাফিক সপ্তাহ

ফরিদপুর প্রতিনিধি
🕐 ১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২১

ফরিদপুরে শুরু ট্রাফিক সপ্তাহ

'সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি' -এই শ্লোগান বুকে ধারনে করে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ফরিদপুরে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে রবিবার থেকে।

এ উপলক্ষে রোববার সকাল ১১টার সময় ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রদান সড়ক প্রদক্ষিন করে শহরের পুরাতন বাস ষ্টান্ডে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সিনিয়র ট্রাফিক ইন্সেপেক্টর তুহিন লস্কর, ফরিদপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক গোলাম মোঃ নাসির প্রমূখ।

পুলিশ সুপার বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ রয়েছে সেই আইন সমন্ধে জনগনের মাঝে সচেতনতা বাড়ানোর উদ্যোগ গ্রহন করা হবে। এই ট্রাফিক সপ্তাহে যারা আইন মানবে তাদের পুরুস্কার আর যারা আইন মানবে না তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা রয়েছে সেটি গ্রহন করা হবে।

 
Electronic Paper