ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নারায়ণগঞ্জে একদিনে করোনায় কাড়ল ৪ জনের প্রাণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
🕐 ১:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২১

নারায়ণগঞ্জে একদিনে করোনায় কাড়ল ৪ জনের প্রাণ

নারায়ণগঞ্জে একদিনে করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিনজনের বাড়ি বন্দরে। অপরজনের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায়। এদের মধ্যে একজন ৯০ বছরের বৃদ্ধও রয়েছেন। প্রত্যেকেই নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে মারা গেছেন। শনিবার (২৪ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানায়।

জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৫৫ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৫৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯৫৬ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৪৯।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৪৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫৫ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্তের হার ৩২ দশমিক ৮৪।

নারায়ণগঞ্জে করোনায় নারীদের মৃত্যু বাড়ছে। আজ ২৪ জুলাই বন্দরে দুইজন নারীর, ২৩ জুলাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সোনারগায় দ্ইুজন নারীর, ২১ জুলাই নারায়ণগঞ্জ সদরে এক নারীর, ২০ জুলাই সোনারগাঁ ও রূপগঞ্জে দুইজন নারীর মৃত্যু হয়েছে। ১৭ জুলাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়, ১৬ জুলাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৬৫ বছরের ও সোনারগাঁয় ৪২ বছরের নারীর মৃত্যু হয়। এ মাসে ১৪ জুলাই সোনারগাঁয় ৬২ বছরের এক নারীর, ১৩ জুলাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৪২ বছরের এক নারী, ১২ জুলাই নারায়ণগঞ্জ সদরে ৭০ বছর বয়সী নারীর, ৮ জুলাই একজন নারী, ৭ জুলাই দুইজন নারী, ৫ জুলাই একজন পুরুষের ও ৪ জুলাই একজন নারীর মৃত্যু হয়।

সূত্র জানায়, আক্রান্তের সংখ্যার সেঞ্চুরি দিয়ে জুলাই মাস শুরু হয়। পরের দিন ২ জুলাই আক্রান্ত হয় ১০৯, ৩ জুলাই ৪৬, ৪ জুলাই ৯৫, ৫ জুলাই ১১২, ৬ জুলাই ১৬৪, ৭ জুুলাই ১৫৬ ও ৮ জুলাই ২০৩ জন, ৯ জুলাই ২১৫, ১০ জুলাই ১০০ ও ১১ জুলাই ১৪৬ জন, ১২ জুলাই ২১০ জন, ১৩ জুলাই ২৩১, ১৪ জুলাই ২৩৯, ১৫ জুলাই ১৯০ জন, ১৬ জুলাই ২৪৭, ১৮ জুলাই ২০৯, ১৮ জুলাই ১৯২ ও ১৯ জুলাই ২৪৫, ২০ জুলাই ৩১৬ জন, ২১ জুলাই ২৮১, ২২ জুলাই (ঈদের ছুটিতে) ১৮জন, ২৩ জুলাই ৯০ জন। 

 
Electronic Paper