ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বক্তাবলী নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাস উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
🕐 ৯:৫৭ অপরাহ্ণ, মে ১৬, ২০২১

বক্তাবলী নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাস উদ্ধার

প্রায় আট ঘণ্টা পরে সদর উপজেলার বক্তাবলী নদীতে পড়ে যাওয়া সেই মাইক্রোবাসটি টেনে তোলা হয়েছে। রোববার (১৬ মে) রাত নয়টায় ফায়ার সার্ভিসের একটি দল মাইক্রোবাসটি টেনে উপরে তোলে।

রোববার দুপুরে সাদা রঙের ওই মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পল্টুন টপকে নদীতে গিয়ে পড়ে।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান, গাড়িটি উদ্ধারে আনা ক্রেনটি মাঝপথে বিকল হয়ে যায়। পরে তা মেরামতে দীর্ঘসময় লেগে যায়। গাড়িটিকে নদীর পাড়ে টেনে তোলা হয়েছে।

মাইক্রোবাসটির চালক সাদেক জানান, বক্তাবলীর কানাইনগর এলাকা থেকে দুইজন যাত্রী নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে মাইক্রোবাসটি নিয়ে রওনা দেন। বক্তাবলী ফেরিঘাটের কাছাকাছি আসার পরে গাড়ির ব্রেক নষ্ট হয়ে যায়। তিনি বেশ কয়েকবার চেষ্টার পরেও তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে মাইক্রোবাসটি নিজেই চলন্ত অবস্থায় ফেরির উপর উঠে যায়। কিন্তু একপর্যায়ে পল্টুন টপকে বাধাহীনভাবে নদীতে গিয়ে পড়ে।

তবে গাড়ির চালক ও দুই জন যাত্রী নিরাপদে গাড়ি থেকে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয় ফেরিঘাটের লোকজন।

 

 
Electronic Paper