ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আজও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে উভয়মুখী চাপ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
🕐 ১১:০৪ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২১

আজও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে উভয়মুখী চাপ

শিমুলিয়া বাংলাবাজার নৌরুটের উভয় পাশে যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে। যাত্রীদের চাপে আজ সকালে শিমুলিয়া ঘাট থেকে শুধুমাত্র যাত্রী নিয়ে অন্তত সাতটি ফেরি বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের উপ মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, সকাল থেকে ১৫টি ফেরি চলাচল করছে। প্রত্যেকটি ফেরিতে বিপুল পরিমাণ যাত্রী এবং যানবাহন পারাপার করছেন তারা। সকালের দিকে যাত্রীদের অত্যাধিক চাপ থাকায় অন্ততপক্ষে ৭টি ফেরি শুধুমাত্র যাত্রী ও অল্প সংখক যানবাহন নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

বাংলাবাজার ঘাট থেকেও প্রচুর যাত্রী নিয়ে প্রত্যেকটি ফেরে শিমুলিয়া ঘাট এসেছে। নদীর উভয় পাড়ে যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে। কিছু মানুষ যারা ঈদে বাড়ি যেতে পারেননি তারা বাড়ি যাচ্ছেন আবার কিছু মানুষ ঈদ করে আগেভাগে ঢাকা ফিরছেন সেজন্যই উভয়পাড়ে যাত্রীদের ভিড় বাড়ছে বলে জানান তিনি।

শিমুলিয়া ফেরি ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হিলাল উদ্দিন বলেন, ঘাট এলাকায় বর্তমানে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় মিলিয়ে দুই শতাধিক গাড়ি। এসবের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

 
Electronic Paper