ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পন্টুন থেকে পদ্মায় পড়ে গেল মাইক্রোবাস, ২ ঘণ্টা পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
🕐 ৫:৫০ অপরাহ্ণ, মে ১১, ২০২১

পন্টুন থেকে পদ্মায় পড়ে গেল মাইক্রোবাস, ২ ঘণ্টা পর উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের দড়ি ছিঁড়ে একটি মাইক্রোবাস নদীতে পড়ে গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মাইক্রোবাসটি বেলা দেড়টার দিকে উদ্ধার করা হয়। তবে মাইক্রোবাসের ভেতরে কাউকে পাওয়া যায়নি। তবে মাইক্রোবাসের চালক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ ওই চালকের নাম মারুফ হোসেন (৪০)। তিনি ঢাকার হাতিরঝিল এলাকায় থাকেন। তার গ্রামের বাড়ি সিলেট সদরে।

দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, দৌলতদিয়া ফেরি ঘাটের ৫ নম্বর ঘাটে ফেরি ভেড়ার সময় মাইক্রোবাসটি পন্টুন দিয়ে এগিয়ে যাচ্ছিল। এসময় হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে পন্টুনের দড়ি ছিঁড়ে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল মোন্নাফ আলী বলেন, মাইক্রোবাসটিতে চালকের সঙ্গে আর কেউ ছিলেন কি না, তা জানা যায়নি। দুপুর ১২টার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধারকাজ শুরু করেন। দেড়টার দিকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

 
Electronic Paper